আনন্দবাজার>> 

দেশ

সব সমীক্ষায় আবার মোদী! ৩০০ পার করার ইঙ্গিত প্রবল

কিছু বুথফেরত সমীক্ষা মোদী-শাহের দাবি পুষ্ট করলেও সকলের মত এক নয়। বিজেপি একাই তিনশোটির বেশি আসন পেতে পারে, এমন অনুমান অনেকেই করেনি। তবে এনডিএ-কে নিয়ে মোদী যে ফের সরকার গড়বেন, তা নিয়ে তেমন দ্বিমত নেই সমীক্ষাকারীদের মনে।

নরেন্দ্র মোদী ও অমিত শাহ। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি|২০ মে, ২০১৯, ০৩:২৭:২২

শেষ আপডেট: ২০ মে, ২০১৯, ১১:৪৮:০৮

 

সাত দফার ভোট শেষে সব বুথ ফেরত সমীক্ষারই ইঙ্গিত, শরিকদের নিয়ে ফের কেন্দ্রে সরকার গড়তে চলেছেন নরেন্দ্র মোদী।

দেশে, এমনকি বিদেশেও বুথফেরত সমীক্ষার ইঙ্গিত যে সব সময় মেলে, এমন নয়। এর বৈজ্ঞানিক ভিত্তি নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়াতেও সমীক্ষা বলেছিল, সে দেশে কনজারভেটিভদের উৎখাত করে ক্ষমতায় আসবে লেবার পার্টি। কিন্তু ফল প্রকাশের পর দেখা গিয়েছে, কনজারভেটিভরাই ক্ষমতা ধরে রেখেছে। তা সত্ত্বেও এই ধরনের সমীক্ষায় মোটের উপর ভোটারের মনের একটি আভাস পাওয়া যায়। আর এ বারে সব বুথফেরত সমীক্ষাই বলছে, সরকার গড়ছে এনডিএই।

এবিপি নিউজ-নিয়েলসেনের মতে, এনডিএ ২৭৭টি আসন পেতে পারে। ইউপিএ ১৩০, আর অন্যরা ১৩৫টি। আবার ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস পোলের সমীক্ষা এনডিএ-কে ৩৩৯-৩৬৫টি আসন দিচ্ছে, ইউপিএ-কে ৭৭-১০৮টি। মোট ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ভোট হয়েছে ৫৪২টিতে। মোট আসন ধরলে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২টি আসন। দু’দিন আগেই দিল্লিতে বিজেপি দফতরে নরেন্দ্র মোদীকে পাশে নিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ দাবি করেছিলেন, বিজেপি একাই তিনশোটি আসন পার করবে। খোদ প্রধানমন্ত্রীও বলেন, বিজেপি এ বারেও পরপর দু’বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। ভারতের ইতিহাসে অনেক বছর পরে যা ঘটতে চলেছে।

কিছু বুথফেরত সমীক্ষা মোদী-শাহের দাবি পুষ্ট করলেও সকলের মত এক নয়। বিজেপি একাই তিনশোটির বেশি আসন পেতে পারে, এমন অনুমান অনেকেই করেনি। তবে এনডিএ-কে নিয়ে মোদী যে ফের সরকার গড়বেন, তা নিয়ে তেমন দ্বিমত নেই সমীক্ষাকারীদের মনে। আর বিভিন্ন সমীক্ষার এই ফারাক আসলে ফুটে উঠেছে গোবলয়ের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের মন বুঝতে।

নিয়েলসেনের প্রাথমিক অনুমান, এসপি-বিএসপি জোট রাজ্যের ৮০টির মধ্যে ৫৬টি আসন পাবে। বিজেপি ২২টি। পরে অবশ্য তারাও সংশোধন করে এস-বিএসপির আসন কমিয়ে ৪৫-এ নিয়ে আসে। আর বিজেপির আসন বেড়ে দাঁড়ায় ৩৫। ইন্ডিয়া টুডের মতে, উত্তরপ্রদেশে আগের থেকে একটু আসন কমলেও ৬২-৬৮টি আসন ধরে রাখতে পারবে বিজেপি জোট। অখিলেশ-মায়াবতীরা পাবেন ১০-১৬টি আসন।

দিল্লি দখলের লড়াইলোকসভা নির্বাচন ২০১৯ 

সব সমীক্ষাতেই অবশ্য একটি বিষয় সামনে এসেছে। সেটি হল, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থানের মতো যে তিন রাজ্যে সম্প্রতি ক্ষমতায় এসেছিল কংগ্রেস, সেখানে বিজেপির আসন সংখ্যা কমার কথা বলা হচ্ছে না। মধ্যপ্রদেশ, রাজস্থানে বেশিরভাগ আসনই ধরে রাখতে পারছে বিজেপি। আর কর্নাটক ছাড়া দক্ষিণের অন্য কোনও রাজ্যে গেরুয়া শিবিরের আসন সংখ্যা বাড়ছে না। উত্তরপ্রদেশে যে ক্ষতির কথা বলা হচ্ছে, তা পশ্চিমবঙ্গ, ওড়িশার মতো পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে মেরামতের সম্ভাবনা থাকছে।

সব সমীক্ষাই এনডিএকে এগিয়ে রাখার পরে স্বাভাবিক ভাবেই বিরোধী শিবিরের নেতারা ২৩ মে আসল ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করার কথা বলেছেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ বলেন, ‘‘এই বুথ ফেরত সমীক্ষা আমি মানি না। কংগ্রেস আরও ভাল ফল করবে।’’ একই মত রাজীব শুক্লরও। তিনি বলেন, ‘‘অতীতে এমন বুথ ফেরত সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছে। ২৩ তারিখের ফলেই আসল ছবি ফুটে উঠবে।’’ ওমর আবদুল্লার মন্তব্য, ‘‘টেলিভিশন বন্ধ রাখুন।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও এই সমীক্ষা ‘গসিপ’। এ প্রসঙ্গেই উঠে আসছে ২০০৪ সালের ভোটে অটলবিহারী বাজপেয়ীর সরকার গড়তে না পারার উদাহরণ। সে বার ‘ইন্ডিয়া শাইনিং’-এর প্রচারের হাওয়ায় বাজপেয়ীর ফিরে আসা নিশ্চিত বলেই ভেবেছিলেন সমীক্ষাকারীরা। ফল হয়েছিল উল্টো। তবে আজকের বুথ ফেরত সমীক্ষাগুলি প্রকাশের পরে বিজেপির মুখপাত্ররা বলছেন, ‘‘দু’দিন আগে প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতি যে আসন সংখ্যা অনুমান করেছেন, সেটিই মিলবে অক্ষরে অক্ষরে। কারণ, দেশের সব প্রান্ত থেকে বুথের ফিডব্যাকের ভিত্তিতেই সংখ্যাটি বলা হয়েছে। অর্থাৎ, বিজেপি একাই তিনশো পার করবে।’’

তবে ঘরোয়া আলোচনায় বোঝা যাচ্ছে, বিজেপি এখনও যে এই সংখ্যা নিয়ে পুরোপুরি আশ্বস্ত, এমন নয়। তাঁদের মতে, ২০১৪ সালে প্রবল মোদী-ঝড়ে যে পরিমাণ ভোট পড়েছিল, এ বারেও প্রায় একই হারে পড়েছে। এ বারে অবশ্য মহিলা ও প্রথম বারের ভোটারদের সিংহভাগ সমর্থন বিজেপির দিকে যাবে। তবে বিজেপির ফল খুব খারাপ হলেও ২২০টির নীচে যাবে না। যদি এনডিএর শরিকদের নিয়েও সরকার না হয়, তা হলেও অ-কংগ্রেসি ও অ-বিজেপি দলের নেতাদের নিয়ে অনায়াসে সরকার গড়ে নেবে এনডিএ। আর তার পরেই আক্রমণাত্মক হবে দল। তখনই বিশ্লেষণ হবে, নরেন্দ্র মোদীকে মাত দিতে রাহুল গাঁধী-প্রিয়ঙ্কা গাঁধী বঢরার জুটি আর ‘মহাভেজাল’-এর জোট কী কতটা দাগ কাটল?

আর ২৩ তারিখই বোঝা যাবে, গত বারের মতো এ বারও মোদী ঝড়ে ভেসে যাবে দেশ, নাকি উঠে আসবে বিকল্প সম্ভাবনা।

TAGS

Lok Sabha Election 2019

লোকসভা নির্বাচন ২০১৯

 

Narendra Modi

BJP

 

NDA

 

UPA

 

Congress

Rahul Gandhi

Community guidelines

নির্বাচনী নির্ঘণ্ট

প্রথম দফা

১/৭

১১ এপ্রিল, ২০১৯, বৃহস্পতিবার

কত আসনে ভোট - ৯১

রাজ্যমোট আসনভোট হচ্ছেআন্দামান-নিকোবর১১অন্ধ্রপ্রদেশ২৫২৫অরুণাচল প্রদেশ২২অসম১৪৫বিহার৪০৪ছত্তীসগঢ়১১১জম্মু ও কাশ্মীর৬২লক্ষদ্বীপ১১মহারাষ্ট্র৪৮৭মণিপুর২১মেঘালয়২২মিজোরাম১১নাগাল্যান্ড১১ওডিশা২১৪সিকিম১১তেলঙ্গানা১৭১৭ত্রিপুরা২১উত্তরপ্রদেশ৮০৮উত্তরাখণ্ড৫৫পশ্চিমবঙ্গ৪২২

বিস্তারিত

<>

২০১৪ লোকসভা নির্বাচনের ফল

এনডিএইউপিএঅন্যান্য

দলপ্রাপ্ত আসনপ্রাপ্ত ভোটবিজেপি২৮২৩১%শিবসেনা১৮১.৮৫%টিডিপি১৬২.৫৫%এলজেপি৬০.৪১%অকালি দল৪০.৬৬%আরএলএসপি৩০.১৯%আপনা দল২০.১৫%এনডিএ অন্যান্য৫১.৭৬%

সকলকে বলব ইভিএম পাহারা দিন। যাতে একটিও ইভিএম বদল না হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়তৃণমূলনেত্রী

আপনার মত

বুথ ফেরত সমীক্ষার আভাস কি সত্যি হবে বলে আপনি মনে করেন?

হ্যাঁনামন্তব্য করব নাভোট করুন

Sponsored Links

You May Like

4 types of people who need the all-new Galaxy A70Samsung Galaxy A70 | Scoop Whoop

by Taboola

আরও খবর

বুথফেরত সমীক্ষা সামনে আসতেই শরিক দলের মন্ত্রীকে সরালেন যোগী

সনিয়া-মায়া বৈঠক হচ্ছে না দিল্লিতে, মহাজোট কি টালমাটাল?

নমো-র হিন্দুত্বেই মজে বাঙালিটোলা

মোদীর কাছে আত্মসমর্পণ করেছে কমিশন: রাহুল

সেই ধ্যান-গুহায় হোটেলের সব সুবিধাই মিলবে

'দল চিনুন প্রতীক দিয়ে'

খেলুন

'রাজনীতিবিদ ও তাঁদের সাফল্য'

খেলুন

'ব্যবধানের ব্যবচ্ছেদ'

খেলুন

'ভোট দানের অধিকার'

খেলুন

'নম্বরের গেরোয় নির্বাচন'

খেলুন

'মোদী সরকারের হালহকিকত'

খেলুন

Top 10 Best Bikes in India 2019- Price Mileage Images FeaturesBest Bikes

Sponsored

10 Foods to Avoid if You Have High Blood PressureManuka Feed

Sponsored

7 Best Arthritis Prevention FoodsHealth & Human Research

Sponsored

Top 10 Best Bikes Under 50000 Rs in India 2019Best Bikes

Sponsored

7 Drinks That Naturally Cleanse Your KidneysHealth & Human Research

Sponsored

‘প্রতিদিন যৌনমিলনের প্রয়োজন হয় না?’ মহিলা পাইলটকে প্রশ্ন ক্যাপ্টেনের, যৌন হেনস্থার অভিযোগমহিলা পাইলটের আরও দাবি, ‘‘ক্যাবের জন্য আমাকে আধঘণ্টা অপেক্ষা করতে হয়। এই ব্যবহারে আমি মর্মাহত হয়ে পড়ি। অস্বস্তি, ভয় এবং অপমানিত বোধ করে ফিরে আসি’’—  অভিযোগপত্রে লিখেছেন ওই মহিলা। Anandabazar

About UsAdvertisePrivacyTerms of UseContact UsFeedbackSite MapWork for UsCommunity guidelines

Copyright ©anandabazar. All rights reserved.

Scroll

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement